নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে থানা পরিদর্শনে: রেলওয়ে পুলিশের প্রধান বাংলাদেশ সোমবার রেলওয়ে পুলিশের প্রধান জনাব ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও অ্যাডিশনাল আইজি (ভারপ্রাপ্ত) মহোদয়।
দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেলওয়ে পুলিশের প্রধান মহোদয়কে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
এ সময় তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা, যাত্রীসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা, স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
রেলওয়ে পুলিশের প্রধান বলেন রেলস্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। এখানে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.