
নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত”সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ সম্পন্ন হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া ইত্যাদি। সোমবার-১৩ অক্টোবর-২০২৫ দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সক প্রদক্ষিণ করে ঘরে না ঘরে মাটি দিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, দিনাজপুর জিলা স্কুল,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর গার্লস গাইড,যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, কারিতাস,ব্রাক, আরডিআরএস, ল্যাম্ব,পল্লীশ্রী, ইএসডিও, টিএমএসএস, এনজিও’র প্রতিনিধি অংশগ্রহণ করেন। র্যালি শেষে দিনাজপুর বড় মাঠে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপ-সহকারী পরিচালক মোঃ ফজলুর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
আলোচনা সভার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়@। অনুষ্ঠান উপস্থাপনা করেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চর রাজিবপুর বিএম কলেজে শিক্ষকদের কর্মবিরতি
Leave a Reply