
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানাধীন দশরশিয়া গ্রামে (১৩ অক্টোবর) সোমবার সকাল সাড়ে আট ঘটিকায় মৃত আমির হোসেনের বসতবাড়ী তল্লাশি করে ৯.৫ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান নেতৃত্বে এই অভিযান চালিয়ে ৯.৫ গ্রাম হেরোইন সহ ২ জন আসামি গ্রেফতার করে।
আসামি হচ্ছে মৃত আমির হোসেনের স্ত্রী মোসাঃ চামেলী বেগম (৪৮), মৃত আমির হোসেনের ছেলে মোঃ সেলিম রেজা (২৫)। আসামি ২ জন সম্পর্কে মা ও ছেলে।
আসামী মা ও ছেলে বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং- ৮(খ) ও ৪১ধারা মোতাবেক ০১ টি মামলা দায়ের করে ।
আরও পড়ুনঃ মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীনের লিফলেট বিতরণ
Leave a Reply