
নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ
দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস -২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর আয়োজনে শুক্রবার জিয়া হার্ট ফাউন্ডেশন হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালে গিয়ে আলোচনা সভা সম্পন্ন হয়।
জেনে নিন-জেগে “উঠুন-স্ক্রিনিং জীবন বাঁচায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ন- সম্পাদক আবু তাহের আবু ডাঃ জিয়াউল হক, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহবার কবির পিয়াল, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান গোল্ডেন, আখতারুজ্জামান, শওকতুল্লাহ মজিদ প্রমুখ।
এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সহকারী রেজিস্টার ডাঃ মোঃ আশরাফ উজ জামান লিটন, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম,জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর,রহমান পিন্টু,দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর শিক্ষার্থীবৃন্দ,জিয়া হার্ট ফাউন্ডেশন, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগন এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন চর লাঠিয়াল ডাঙ্গায় এলাকাবাসীর সহযোগিতায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিজিবির কাছে হস্তান্তর
Leave a Reply