
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম বাহারাম বাদশাহ্ (৩৫)। তিনি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের উত্তর আলগারচর গ্রামের ইছার উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে সীমান্তবর্তী চর লাঠিয়াল ডাঙ্গা এলাকার পাহাড়তলি বাজার সংলগ্ন স্থানে বিজিবির টহল টের পেয়ে মাদক কারবারি বাহারাম বাদশাহ্ দৌড়ে একটি বাড়িতে গিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট লুকানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তার গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে হাতে-নাতে ধরে ফেলে এবং টহলরত বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর বালিয়ামারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আঃ মালেকের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সীমান্ত মেইন পিলার ১০৭২/৫ এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়াল ডাঙ্গা এলাকায় তারা স্থানীয়দের হাতে আটক মাদক ব্যবসায়ীকে ৪৭০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করে।
আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১,৪১,০০০ টাকা (এক লক্ষ একচল্লিশ হাজার টাকা)। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
আরও খবর: রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ জানাজা সম্পন্ন
Leave a Reply