মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কাজ। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়।
সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আল মুসাইদাহ ফাউন্ডেশন । এই সংগঠন যুবকদের বেকারত্ব দূরিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ধরণের কার্যক্রম অত্যন্ত প্রসংসনীয়। এ ধরণের কার্যক্রম সমাজের অবহেলিত মানুষকে এগিয়ে নিয়ে যাবে।
গত ১লা অক্টোবর বুধবার প্রতিবন্ধী দুই শিশুর জীবনে আলো ছড়িয়ে দিতে নাম প্রকাশে অনিচ্ছুক আল মুসাইদাহ ফাউন্ডেশন এর দুই উপদেষ্টা এগিয়ে এসেছেন মানবতার অনন্য উদাহরণ স্থাপন করে।
তাঁদের আর্থিক সহায়তায় দুইটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে দুই শিশুর হাতে।একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আরেকজন প্রবাসী ভাই—এই দুই উদার হৃদয়ের মানুষ নিঃস্বার্থভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে শিশুদ্বয় কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং নিজের জীবনের পথে নতুন আশার আলো খুঁজে পায়।
এই মহৎ উদ্যোগের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, মানবতা এখনো বেঁচে আছে—যে কেউ ইচ্ছা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আল মুসাইদাহ ফাউন্ডেশন এর পক্ষ তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দায়িত্ব শীল সদস্য বৃন্দ।
আরও খবর: এ্যাডকিউ -এর উদ্যোগে কিশোরগঞ্জ উপজেলায় বিনামূল্যে ছাগল বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.