আমির হোসেন, ঝালকাঠিঃ বাবা ও সৎ মায়ের দ্ধারা নির্মম নিপিড়নের শিকার ঝালকাঠী শহরের রুপনগর এলাকার চার বছরের শিশু কন্যা রাইসা মনিকে দেখতে এবং সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য রাইসা মনির খালার বাসায় যান ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন।
অমানবিক ভাবে অত্যাচার করা রাইসা মনির বিচারে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয়া হয়।
শুক্রবার (১০ অক্টোবর) রাত আটটার দিকে রাইসা মনির খালা খালুর বাসায় গিয়ে তাদের সাথে আলাপ কালে বিএনপি পরিবার তাদের পাশে থাকার কথাও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন-ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন,
জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. মোঃ শামিম আলম, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান বশির,
ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, ঝালকাঠি জেলা যুবদলের আবার কমিটির সদস্য ইয়াসির আরাফাত মিঠু, ঝালকাঠি জেলা ছাত্রদলের, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন,
খাইরুল আলম রোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হোসেন মঈন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজবী ইসলাম বাছেদ, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, প্রমুখ। নির্যাতনের শিকার রাইসা মনির পরিবারের সাথে কথা বলে তার চিকিৎসার খোজ খবর নেন এবং রাইসার দ্রুত সুস্থতা কামনা করেন সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। নির্যাতনকারী পিতা রাকিব এবং রাইসার সৎ মাকে আইনের আওতায় আনতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন
জেলা আইনজীবী সমিতির সভাপতি।
আরও খবর: ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.