বিশ্বজিৎ চন্দ্র সরকার গোপালগঞ্জ: গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোক। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,
গোপালগঞ্জ টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত আর নেই।
তার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার আসরের নামাজ আদায় শেষে নিজ বাসায় বিশ্রামে যান তিনি। সন্ধ্যার কিছু সময় পর ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) না ফেরার দেশে চলে যান এই প্রবীণ সাংবাদিক।
মরহুমের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার বলাকইড় গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর প্রথম জানাজা নামাজ শনিবার সকাল ৯টায় নিজ গ্রাম বলাকইড়ে এবং দ্বিতীয় ও শেষ জানাজা নামাজ বাদ জোহর গোপালগঞ্জ শহরের এস.কে. আলিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার। তিনি বলেন—
“সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যু গোপালগঞ্জসহ সারাদেশের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত জানাজা নামাজে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা।
আরও পড়ুনঃ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র্যালী -আলোচনা সভা সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.