গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল: গাইবান্ধা জেলার গাইবান্ধা পৌর বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৮ বছর পেরিয়ে মহাউৎসব মুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার অক্টোবর শনিবার বেলা ১২ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর পাখি আকাশে উড়ানো হয় ।
সন্মেলনে গাইবান্ধা পৌর বিএনপির আহব্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্বোধনসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল। অনুষ্ঠান শেষে বিকেল প্রায় ৩ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে পৌর শহরের ৯ টি ওয়ার্ডের ৪৬৯ জন জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে তাদের মনোনীত প্রার্থী কে নির্বাচিত করবেন। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।
২:৪৫ মিনিটে ভোট গ্রহন শুরু হয় এবং বিকেল ৫:৪৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অব্যাহত থাকবে। কাউন্সিলে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু মিয়া।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.