স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
রাজার সনদ বাতিল, পার্বত্য শাসনবিধি ১৯০০ বাতিল, বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছর করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করাসহ সাত দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর (সোমবার) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবির বাস্তবায়ন চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন ও মানববন্ধন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণভাবে হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন।
তারা আরও জানান, হরতাল চলাকালীন সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সকল ধরনের জরুরি সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির বাইরে রাখা হবে।
নাগরিক পরিষদের নেতৃবৃন্দ হরতাল সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং সরকারের প্রতি তাদের যৌক্তিক দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
আরও পড়ুন নড়াইলে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে অমানবিক নির্যাতনের শিকার ২ স্কুলছাত্র
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.