মালিকুজ্জামান কাকা: যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৬২)'র ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ অক্টবর। দু’টি প্যানেল মুখোমুখি লড়াইয়ে আত্ম প্রকাশ করেছে।
সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে বিষু-মিজান ও রুস্তম-সবুজ দু’টি প্যানেল থেকে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছেন।
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ৬ অক্টবর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে ৩৪ জনসহ ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিন সংগঠনের কার্যালয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
বিশু-মিজান পরিষদ আগের প্যানেলটিই বহাল রয়েছে।
এই বিষু-মিজান নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে বিস্বনাথ ঘোষ বিষু, সহ-সভাপতি ৩টি পদে রফিকুল ইসলাম, আহমদ আলী ও জাহাঙ্গীর হোসেন বাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ৩টি পদে ওহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন ও সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সজল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন উদ্দিন শেখ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ মো. বাবু, সড়ক সম্পাদক নাছির উদ্দিন, সহ-সড়ক সম্পাদক মহসীন আলী, সমাজ কল্যাণ সম্পাদক আরশাদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর হোসেন রনি এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবু। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুস্তম আলী।
এই পদ ব্যাতিরেকে সকল পদে বিরোধী পরিষদের প্রার্থী যথারীতি রয়েছে।
৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ৯ অক্টোবর সকাল ১১টা হতে বিকাল চারটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন রবি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনিচুর রহমান মুকুল ও মোহাম্মদ সাহাবুদ্দিন। এই কমিটির সদস্য সচিব আনছারুল হক রানা।
আরও খবর: মিডিয়া কর্মীদের অংশগ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.