মোঃ মোরশেদ আলম চৌধুরী: কক্সবাজারের চকরিয়ায় গৃহশিক্ষকের হাতে অপহৃত স্কুলছাত্রীকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর বুধবার বিকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশুটি মিমকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া মিম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় কোরক বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মিমের বাবা জানান, তাদের বাসায় গৃহশিক্ষক হিসেবে পড়াতে আসতেন ওই ব্যক্তি। মঙ্গলবার বিকেলে কৌশলে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যান তিনি। পরদিন সকালে গৃহশিক্ষক ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের পর প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply