জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ , শাহপরীর দ্বীপ জেটিঘাটে ৯অক্টোবর সকাল সাড়ে ১১টায় শাহপরীর দ্বীপ হতে সেন্টমার্টিনে মাদক পাচারের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কয়েকটি চৌকস টহলদল শাহপরীরদ্বীপ জেটিঘাট ও আশপাশের এলাকায় মোতায়েন পূর্বক নজরদারি জোরদার করা হয়। ঐ সময়ে জেটিঘাটের পন্টুন দিয়ে সেন্টমার্টিনে গমনকালে
৩জন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তাদের তল্লাশি করা হয়। প্রাথমিক তল্লাশিতে তাদের শরীরের সাথে কিছু লুকিয়ে রাখার বিষয়টি চিহ্নিত হলে বিস্তারিত তল্লাশির মাধ্যমে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় সেন্টমার্টিনের আরজু মিয়ার মেয়ে রুবাইদা (১৮), মৃত দোস মাহমুদের মেয়ে ফাতেমা খাতুন (২০) এবং মোঃ জাফরের মেয়ে শারমিন (১৮) কে গ্রেফতার করা হলেও সেন্টমার্টিনের মোহাম্মদ আলী হোসনকে পলাতক আসামী করা হয়েছে।
টেকনাফ৷ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, উদ্ধারকৃত মাদকদসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় সপর্দো করা ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও খবর:রাজিবপুরে মর্মান্তিক ঘটনা: ৪ বছরের শিশু ফেমার লাশ ২৪ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.