প্রেস বিজ্ঞপ্তিঃ প্রতিহিংসার রাজনীতি করে নয়, মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান,
কর্নেল'অব'জনাব মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর-৪ খানসামা-চিরিরবন্দর আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী।
অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে রাজনৈতিক দলে নাম লেখানো ও নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি বললে ভুল হবে না। তবে রাজনীতিতে থাকা নেতাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ও কলহের কারণটা এখন নিত্যদিনের সঙ্গী। এখান থেকে বের হয়ে আসতে হবে,এরে নাম রাজনীতি জনসংযোগ গুণাবলী নেতৃত্ব থাকতে হবে। সব দলের জন্য নয়,
বিএনপি'র দলের রাজনীতিতে অংশগ্রহণ এবং সেই দলের পক্ষ হয়ে নির্বাচন করার ইচ্ছা অনেকের মধ্যে বেশি পরিলক্ষিত হয়।
দেশে এখন জাতীয় সংসদ নির্বাচনের আমেজ চলছে।
এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা যেমন রয়েছে,তেমনি একেকটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলের প্রার্থীর সংখ্যা তিন'থেকে পাঁচেরও অধিক কোথাও কোথাও দেখা যায়।
নির্বাচন দলীয়ভাবে হওয়া সত্ত্বেও এবং অতীতে যুক্ত ছিলেন অন্য মার্কা নিয়ে নির্বাচন করা ব্যক্তিদের মনোনয়ন দেওয়ারও ঘটনা ঘটতে পারে।এমনকি দিনাজপুর-৪ সহ বিগত বছরগুলোতে সংখ্যালঘু সহ বিএনপি'র নেতাকর্মীদের উপরে হামলা- মামলা,গুম,খুনসহ করার নির্দেশ দাতারা প্রার্থী হওয়ার মধ্যে দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া। বাংলাদেশের রাজনীতি ও বিএনপি দলের জন্য এমনটি শুধু অশনিসংকেতই নয়,ভয়াবহ এক পরিণতির অপেক্ষার পালা বদল হতে পারে।
শুধু জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি না,বর্তমানে সব জায়গায় বলয় আর পেশিশক্তির জন্য সঠিক চেতনার জায়গার মানুষের স্থলে জায়গা করে নিচ্ছে ঘাপটি মেরে বসে থাকা সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া। সহজ কথায় বিএনপি'র বিপদে এদের পাওয়া যাবে না,বরং বিপদে এরাই স্বাধীনতার মুক্তিযুদ্ধের আদর্শের লোকজনকে ঘায়েল করতে একটুও পিছপা হবে না।রাজনৈতিক দলের আদর্শ ও নৈতিকতার প্রশ্নে কঠোর হওয়া অন্যায় ও অবিচারকে না বলা এবং সত্যিকার চেতনাকে ধারণ ও লালন করা। কিন্তু যাঁরা নেতৃত্বে আসবেন তাঁদের উচিত বিএনপি'র সদস্য কিনা।
একটি গণতান্ত্রিক পথ অবলম্বনের মাধ্যমে বিএনপি দলকে পরিচালিত করতে হয়। এই চেতনা সবার মধ্যে থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচন করা কোনো বিষয়ই নয়।
রাজনীতি একটি শিখন প্রক্রিয়া এবং এখানে মেধা ও নেতৃত্বকে খুঁজে বের করতে হয়।
কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিএনপি'র দলের নেতৃত্বের বিকাশে
মনে রাখতে হবে, কিছু কিছু যায়গায়, নতুনদের অভিজ্ঞতার অনেক মূল্য আছে।
বর্তমানে বিএনপি'র দল আগামীতে কিছু কিছু জনপ্রিয় নেতাদের নেতৃত্বে নিয়ে পরিচালিত হতে পারে।
রাজনীতিকে
কেন্দ্র করে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তৈরি হওয়ার কারণে বিভিন্ন প্রকার রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে নেতাকর্মী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে মনোনয়ন বাণিজ্য বেশি প্রাধান্য পাচ্ছে।
আর তখনই অভিযোগ ওঠে আর্থিক লেনদেন কিংবা স্বজনপ্রীতির। লক্ষ করলে দেখবেন অতীতে ভোট ছাড়া এমপি কিংবা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া ছিল কল্পনারও বাইরে। সাধারণ জনগণ একেবারে রাজনীতি থেকে দূরে সরে গেছে কিংবা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তা তো নয়। কোন এক অদৃশ্য কারণে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা। এর ফলাফল আমাদের জন্য শুভ নয়।
ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির জনগণের কাছে যে জবাবদিহি থাকবে তা বিনা ভোটে নির্বাচিত একজনের থাকবে না। এ ধারা অব্যাহত থাকা আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল থেকে আরো দুর্বল হয়ে পড়বে।
রাজনীতিতে অংশ্রগ্রহণকে উৎসাহিত করার মধ্য দিয়ে রাজনীতির উৎকর্ষ বৃদ্ধি পায় এবং নতুনদের নেতা নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়। কিন্তু সেই পথ হতে হবে সুনির্দিষ্ট ও গণতান্ত্রিক পন্থায়। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসেবে জনগণের দারপ্রান্তে যেতে হবে। মেনে নিচ্ছি অনেকে নেতা হতে চান এমন অনেকের নেতৃত্বের ভুলের জন্য সাধরন জনগণ কষ্ট পায়। যা দিনাজপুর-৪ প্রমাণস্বরূপ বলে দিতে পারবে।
প্রক্রিয়াটি এমন হওয়া উচিত,যাকে যোগ্য মনে করি তাঁকে মনোনয়ন দেওয়া ও নির্বাচিত করা। রাজনীতিতে সরাসরি অংশ্রগ্রহণ বাড়ানো আমাদের মুখ্য বিষয় না হয়ে বিগত বিএনপি সরকার এবং দলের বেশি বেশি ভালো কাজ করা উচিত,যাতে সাধারণ জনগণের বিএনপি'র প্রতি সমর্থন বৃদ্ধি পায়।
ভালো কাজ করলে সাধারণ জনগণের পদ্ধতিগত সম্পর্ক শুরু করবেন।
ধন্যবাদান্তে-
কর্নেল'অব'জনাব মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী- দিনাজপুর-৪ চিরিরবন্দর খানসামা-উপজেলা বিএনপি'র
মনোনয়ন প্রত্যাশী।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে সানলাইট স্কুল এন্ড কলেজ হলরুমে বিশ্ব শিক্ষক দিবসে সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.