তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে মো. খোরশেদ আলম (সাং—ছিটপাড়া, নালিতাবাড়ী) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন,জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
আরও পড়ুন নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.