এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
মহান রবের ডাকে সাড়া দিয়ে অকালেই দুনিয়া ছেড়ে চলে গেলেন ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের কর্মপরিষদ সদস্য ও (জিয়ালা চান্দুয়ালী) ওয়ার্ডের আমীর, চান্দুয়ালী গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ও তার স্ত্রী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ছিলেন। ছাত্র জীবন থেকেই আশরাফুল ইসলাম ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী। কঠিন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কখনো নিষ্ক্রিয় ছিলেন না।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম কিছুদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে মঙ্গলবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জানাজার নামাজ শেষে তার নিজ গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুুনঃ জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ
Leave a Reply