লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসাম পৌরসভার কোমারডোগা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে গত ৬ অক্টোবর (সোমবার) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। অভিযোগকারী মো. রফিকুল ইসলাম (৫৭), পিতা-মৃত আলী আক্কাছ, ৩নং ওয়ার্ড, কোমারডোগা, লাকসাম পৌরসভা, থানায় দায়ের করা অভিযোগে অভিযোগের ভিত্তিতে জানা যায়, সেই রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত লোহার রড, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বাড়ির সীমানা বেড়া ভাঙচুর করে এবং লুটপাট চালায়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ভাঙচুরের শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তারা হুমকি দিয়ে যায়, এ ঘটনায় থানায় বা আদালতে মামলা করলে সুযোগ পেলে প্রাণে মেরে ফেলবে।
ভুক্তভোগী রফিকুল ইসলামের দাবি, হামলা ও লুটপাটে তার প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি লাকসাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাকসাম থানার অফিসার ইনচার্জের (ওসি) নাজনীন সুলতানার কাছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
আরও পড়ুনঃ ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.