মালিকুজ্জামান কাকা
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কথিত চট্টগ্রাম কেন্দ্রিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক যশোর শাখার সামনে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী এস. আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মেধাভিত্তিক নিয়োগের পরিবর্তে পক্ষপাতমূলক ও অবৈধভাবে লোক নিয়োগ দিয়েছেন।
বক্তারা বলেন, এভাবে একক কোনো অঞ্চলের প্রভাব ব্যাংক খাতের স্বচ্ছতা ও আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত এস. আলম কর্তৃক নিয়োগপ্রাপ্তদের অপসারণ এবং সারাদেশ থেকে যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান।
প্রতিবাদকারীরা এসময় আরও বলেন, ব্যাংকিং খাতের ন্যায্যতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার ও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়াটা অতীব জরুরি।
আরও পড়ুনঃ নড়াইলে ইজিভ্যান চালক আলিফ হত্যার রহস্য উদঘাটন: গ্রেফতার দুই ঘাতক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.