মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৯৬ টি প্রাথমিক বিদ্যালয়,৬০ টি মাধ্যমিক বিদ্যালয় / মাদ্রাসায় ও স্থানীয় জনসাধারণের মাঝে ১৬ হাজার ২ শত বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (চতুর্থ পর্যায়)শীর্ষক প্রকল্পের উদ্যোগে সোমবার দুপুরে শ্রীবরদী সরকারী নার্সারি প্রাঙ্গনে গাছের এসব চারা বিতরণ করা হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো,সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর।
এসময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো,আব্দুল্লাহ রানা,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী,পরিবেশ কর্মী ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।
বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো, সুমন মিয়া জানান “আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা,বহেড়া,আমলকি, হরিতকি,কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অড়বড়ই, চাপালিশ,পলাশ, শিমুল,গর্জন,গাদিলা,অর্জুন ইত্যাদি প্রজাতির প্রায় ১৬ হাজার ২ শত চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
আরও পড়ুনঃ লাকসামে জমির বৈধ মালিকদের ভোগান্তি নিরসন ও নবাব ফয়জুন্নেছা ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি
Leave a Reply