কাহারোল দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় গলাকাটা এক ব্যক্তি উদ্ধার। অবশেষে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঐ ব্যাক্তির মৃত্যু। এই মৃত্যুকে নিয়ে উঠেছে নানান গুন্জন।
কেহ বলছে আত্মহত্যা আবার অনেকেই বলছেন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এলাকাবাসীর দাবি— স্ত্রী ও শাশুড়ির হাতে প্রাণ হারিয়েছেন হাসুয়া গ্রামের যুবক সুব্রত রায়।
ঘটনা টি ঘটেছে ৫ অক্টোবর ২০২৫ ইং রবিবার সকালে কাহারোলউপজেলার ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামের একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম সুব্রত রায় (৩২), পিতা কৃষ্ণ রায়, গ্রাম হাসুয়া, ২নং রসুলপুর ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে সুব্রত রায়ের সঙ্গে বিউটি রানীর বিয়ে হয়।
দীর্ঘদিনের পারিবারিক কলহের পর সম্প্রতি এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে তাদের সেপারেশন সম্পন্ন হয়। তবুও সুব্রত স্ত্রীকে ভুলে থাকতে পারেননি—প্রায়ই যাতায়াত করতেন স্ত্রীর বাড়িতে। এ দিকে
এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে স্ত্রী বিউটি রানী ও তার মা কনিকা রানী সুব্রতকে ফোনে ডেকে নেন। এরপর একটি আম বাগানে নিয়ে গিয়ে গলায় চাকু চালিয়ে হত্যার চেষ্টা করেন।
গুরুতর আহত অবস্থায় সুব্রত নিজেকে বাঁচাতে পালিয়ে জনসম্মুখে এলে এলাকাবাসীর চোখে পড়ে ঘটনাটি।তৎক্ষণাৎ পুলিশ, স্থানীয় সাংবাদিক ও জনসাধারণ তাকে উদ্ধার করে কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে মেডিকেলে নেওয়ার পথে রাস্তার মধ্যেই সুব্রত রায়ের মৃত্যু হয়।
নিহতের মা ও বোন জানান “আমার ছেলে কোনো নেশা বা খারাপ কাজে জড়িত ছিল না। শান্ত-ভদ্র ছেলেকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
ঘটনার খবর পেয়ে কাহারোল -বোচাগন্জ এ এস পি সার্কেল মোঃ মনিরুজ্জামান ও কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন বলে জানান। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার সাথে কথা বললে,তিনি জানান লাশের ময়না তদন্তের উপর নির্ভর করবে সুব্রত আত্মহত্যা করেছে না তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান এখন পর্যন্ত কোন পক্ষেই থানায় মামলা দায়ের করেন নাই।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.