মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিনজন চোরাকারবারি গ্রেফতার হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটের দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর এলাকার সখিনা পাম্প সংলগ্ন সড়কে অভিযান চালান।
অভিযানে একটি পিকআপ গাড়িসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রায়হান হাওলাদার (৩৫), পিতা রুহুল আমিন হাওলাদার, সাং-মারিয়ালি (কলাবাগান), থানা জয়দেবপুর, জেলা গাজীপুর, ওমর ফারুক (৩২), পিতা আবুল কাশেম, সাং-মাদ্রাসাপাড়া, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, মোঃ আবু তাহের (৪৫), পিতা মৃত হাছেন আলী, সাং-বারধার, থানা পূর্বধলা, জেলা নেত্রকোনা।
তল্লাশিতে পিকআপ থেকে ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা অবৈধভাবে ভারত থেকে এসব শাড়ি এনে বিক্রয়ের উদ্দেশ্যে শ্রীমঙ্গল শহরে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে শনিবার (০৪ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও খবর : নড়াইলে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.