দতানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম আনুমানিক (৪৫) নামে এক প্রতিবেশী চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব কলসপাড় গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে সুযোগ বুঝে অভিযুক্ত আবুল কাশেম প্রতিবেশী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে সহায়তা করেন এবং পরদিন সকালে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর: ইসলামপুর পৌর শহরের পাথরঘাটা নদীর দুই পাড়ে হঠাৎ করে তীব্র ভাঙ্গন-আতংকে এলাকাবাসী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.