এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
সামাজিক সেবা মূলক কাজের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখা। আজ শনিবার কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন এর তেঘরীহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
আয়োজক সুত্রে জানা যায়, ৩নং কোলা ইউনিয়ন এর আমির ডাক্তার মোক্তার হোসেনের নেতৃত্বে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু রোগ, ডায়বেটিস, রক্তের গ্রুপ নির্নয় ও রক্তের চাপ পরীক্ষা সহ নানা চিকিৎসা সেবা প্রদান করেন।
দিন ব্যাপী ক্যাম্পে প্রায় ৫০০ জনের ও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ – ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারী ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, জামায়াত নেতা রেজাউল ইসলাম, মাস্টার সৌরভ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক থানা সেক্রেটারি ছাত্রনেতা শাকিল আর সালাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, জামায়াত কর্মী মানে সমাজ কর্মী, সাধারন মানুষের সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাবো ইনশা আল্লাহ।
আরও পড়ুনঃ সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল
Leave a Reply