ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকা, শুক্রবার ৩ অক্টোবর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
ডা. ইরান বলেন,> “লেবার পার্টি জন্মলগ্ন থেকেই আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে সংসদে পাঠাতে হলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকায় আমাদের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।”
লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তির বিষয়টি দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি উৎসর্গ করে তিনি আরও বলেন, “আনারস মার্কা নিয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জনগণকে সংগঠিত করব। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণআন্দোলনের সামনের কাতারে থেকে লেবার পার্টি ১৭ বছর সংগ্রাম করেছে। আমরা বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম, এখন যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কাজ করছি। কোনো জোট বা সমন্বয় হলে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।”
সভায় লেবার পার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং আলোচনার ভিত্তিতে তাদের পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের জন্য বিশেষ কাউন্সিল ২৪ অক্টোবর ঢাকায় আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মো. মিলন, শামিম আহমেদ, মো. মাসুদ আলম পাটোয়ারী, নাজমুল ইসলাম মামুন প্রমুখ।
আরও পড়ুনঃমিঠামইনে পারিবারিক কোন্দলে চাচা শ্বশুর নিহত, জামাই অভিযুক্ত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.