মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: পাথরঘাটা জামালপুরের ইসলামপুর উপজেলার একটি স্থান, যেখানে একটি ব্রহ্মপুত্র'র শাখা নদী বা নদীপথে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ ঘাট হিসেবে পরিচিত।
এই স্থানে ব্রহ্মপুত্রের নদীকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু পাথরঘাটার ব্রহ্মপুত্রের শাখা নদীটি হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখে দিয়েছে। এতে আতংকে রয়েছে এলাকাবাসী।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদী ভাংগন রোধে নিজস্ব অর্থায়নে বাঁশ ও বালু ভর্তি কিছু বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে।
আরোও দেখা যায়, নদীর দুই পাড় ভাংগনের ফলে, কৃষকদের রোপনকৃত আমন ধান ক্ষেত ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে যাচ্ছে । তীব্র ভাঙ্গনের ফলে পানির নিচে তাদের ফসলি জমি তলিয়ে যাচ্ছে এতে কৃষকের ফসল উৎপাদন একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দেখা দিতে পারে খাদ্যের অভাব।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক হোসেন শাহ্ ফকির বলেন, ছোট বেলায় আমরা দেখিছি ব্রহ্মপুত্র নদীর পানি যমুনা নদীতে গিয়েছে। এখন দেখি তার উল্টো চিত্র যমুনার পানি ব্রহ্মপুত্রের দিকে ধেয়ে আসছে। পাথর ঘাটা এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদী এখানে হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসরত এলাকাবাসীর মাঝে দুশ্চিন্তা ও আতংক বিরাজ করছে। এভাবে নদীর পাড় ভাঙ্গতে থাকলে ভয়াবহরোপ ধারণ করবে।
মৌজাজাল্লা গ্রামের জহুরুল শাহ ফকির, নুন্নু শেখ,অবি শেখ, শহিদ আলী শাহ ফকির ও নজরুল আকন্দ জানায়, হঠাৎ করে পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত নদীর দুই পাড় প্রচন্ডভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা নদী পাড়ের পাশে বসবাস করায় এ ভাঙ্গন দেখে খু্বই আতংকের মধ্যে রয়েছি। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের ভিটামাটি নদীগর্ভে চলে যাবে। তাই প্রশাসনের কাছে এ ভাঙ্গন রোধে সদয় হস্তক্ষেপ কামনা করছি।
এলাকাবাসীর অতি দ্রুত ভাঙ্গনরোধকল্পে প্রশাসনের প্রতি সদয় হস্তক্ষেপ কামনা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.