মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটককৃত ঔষধের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবির বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আচকিপাড়া সীমান্ত এলাকায় টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ৯ হাজার ৬ শত পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ তারা আটক করতে সক্ষম হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক,চোরাচালানী পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা দিন-রাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। অবৈধ কার্যক্রম দমনে বিজিবি'র কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি’র অধিনায়ক আরো জানিয়েছেন,আটককৃত ঔষধ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
আরও পড়ুনঃ জয়পুরহাটে রিকশা ভ্যান ও অটো চালকদের মাঝে জেলা চালক দলের স্যালাইন পানি ও বিস্কিট বিতরন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.