নিজস্ব প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রেসক্লাব নবগঠিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রশিদুল আলম শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, , সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ,যুগ্ন সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম জনি, কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান বকুল, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, মোস্তাইন বিল্লাহ মোঃ রিয়াদ হাসানস, মোক্তার হোসেননরানা, , ফরহাদ রেজা, জিয়াউল ইসলাম জিয়া ও মাহবুব শাহ জিহাদী উপস্থিত ছিলেন।
এর আগে গত সময়ের কমিটি বিলুপ্ত করে, নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়, যা আগামী দুই বছর মেয়াদে কার্যকর থাকবে।
সঠিক তথ্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই, এমন মন্তব্য করেন সাংবাদিক সভাপতি নজরুল ইসলাম।
আরও খবর:নরসিংদীতে রাযপুরা ম্যারাথন: দেশ-বিদেশের ৭০০ দৌডবিদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু
Leave a Reply