জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিন চিকাজানি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।অভিযোগ রয়েছে, অভিযুক্ত নাদু ও তার সহোদর ভাই সুজন—ওয়াজেদ আলীর ছেলে—দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত।
তারা বর্তমানে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা একরামুল হক, মনসুর হেল্লাজ, আবুল কালাম আজাদ, সবুজ বাশারসহ অনেকে।
তারা বলেন, সম্প্রতি গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাসহ নানান অপরাধ সংঘটিত হয়েছে। এসবের দ্রুত বিচার না হলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে।
এসময় বক্তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
আরও পড়ুনঃ সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.