নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা
কুড়িগ্রামের রাজিবপুর ও মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (১ অক্টোবর) মহান নবমী পালিত হচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দেবী দুর্গার এ মহাউৎসব।
উৎসবকে ঘিরে রাজিবপুরের বিভিন্ন পূজামণ্ডপে সাজসজ্জা, ঢাক-ঢোল আর ভক্তদের ভিড়ে জমে উঠেছে এক আনন্দঘন পরিবেশ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে মিলেমিশে শারদীয় দুর্গোৎসবকে বরণ করে নিয়েছেন।
পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
রাজিবপুর পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র বলেন,
"এবারের পূজা আয়োজন করতে আমরা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সরকারিভাবেও সহযোগিতা করা হয়েছে। তবে আমাদের বড় একটি সমস্যা হলো—মন্দির করার মতো স্থায়ী জায়গার অভাব। এবারের মতো আমরা অস্থায়ীভাবে পূজা আয়োজন করেছি। তাই আমাদের দাবি, প্রশাসন যেন স্থায়ীভাবে মন্দির নির্মাণের জন্য একটি জায়গা বরাদ্দ দেয়।"
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন জানান, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করে। ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি এখন সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
উৎসবকে ঘিরে রাজিবপুরে সর্বস্তরের মানুষের মধ্যে এক উচ্ছ্বাসমুখর পরিবেশ বিরাজ করছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামীকাল সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।
আরও পড়ুনঃ দুর্গোৎসবে কুমারী পূজা উদ্বোধন পারুলের : সনাতন সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা বিএনপির নেতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.