মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাহেদ আলী, দারুস সালাম ওয়ার্ড সভাপতি মিজান খান, বন্দরটিলা দক্ষিণ ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, বন্দরটিলা উত্তর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, ওলামা ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন আর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর টিলা উত্তর ওয়ার্ড সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান আসাদসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মী।
শফিউল আলম নগরীর সি ইপিজেড শ্রী কৃষ্ণ মন্দির, বন্দরটিলা রেলবিট শান্তি সংঘ, দীপিকা সংঘ মহাজন ঘাটা, সনাতনী সংঘ খেজুর তলা সৎসঙ্গসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি পূজার্থীদের উদ্দেশে বলেন—
“বাংলাদেশ কোনো একক গোষ্ঠীর নয়, এ দেশ সব ধর্ম-বর্ণের মানুষের। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরব, আমাদের শক্তি। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য এই ঐক্যকে কলুষিত করেছে। এখন সময় এসেছে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ার।”
তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন—“আমরা চাই প্রতিটি ধর্মীয় উৎসব হোক শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক। বাংলাদেশে দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতি বন্ধ না হলে সাধারণ মানুষের মুক্তি নেই। তাই দেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা গড়ব দুঃশাসনহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা।”
শফিউল আলম উল্লেখ করেন, জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই পারে দেশে সত্যিকারের শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পূজা মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষও তাঁর এ বক্তব্য ও অবস্থানকে স্বাগত জানান।
আরও পড়ুনঃ রামু রাবার বাগান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.