সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
আজ বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন—মহানবমী। দেবীর পূজার অন্তিমলগ্নে ভক্তদের হৃদয়ে বেজে উঠছে বিদায়ের সুর। তাই তাদের একটাই প্রার্থনা— “ওরে নবমী নিশি, না হইও রে অবসান।”
সকালে দেবীর মহাস্নান, তর্পণ ও ষোড়শ উপচারে পূজা দিয়ে শুরু হয় নবমী। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাআরতি ও অঞ্জলি। দিনভর চলে বলিদান, নবমী হোম এবং ১০৮টি নীলপদ্মে দেবী পূজা। অষ্টমীর শেষ ও নবমীর শুরুর সময় মহামহিম সন্ধিপূজায় ভক্তরা দেবী চামুন্ডার আরাধনা করেন।
পুরোহিতদের মতে, ষোড়শ উপাচারসহ বিশেষ পূজাই মহানবমীর প্রধান বৈশিষ্ট্য। এদিন মহাযজ্ঞেও আহুতি দেওয়া হয় ১০৮টি বেল পাতা, আমকাঠ ও ঘি দিয়ে।
নবমীর পূজা শেষ হলেও ভক্তদের হৃদয়ে থেকে যায় বিদায়ের ব্যথা। আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।
আরও পড়ুনঃ যতই বাধা আসুক, ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারীতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.