মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গাস্থ ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দীপীকা সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাষ্ঠমীর কুমারী পূজা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান পারুল।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে স্বাগত বক্তব্যে পারুল বলেন, “অসুর বধে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ। আগামী দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহামুদুল হাসান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামির হোসেন জিয়া ও চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. সরোয়ার জাহান।
দীপীকা সংঘের সভাপতি অ্যাডভোকেট মোহন লাল মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রাসেদুজ্জামান রাসেল, সাবেক ছাত্রদল নেতা মো. হোসেন টিটু, তরুণ বিএনপি নেতা মো. শাহজাহান, নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম কুমার শীল, সভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, দীপীকা সংঘের সাবেক সভাপতি বিকাশ শীল, সূজন মজুমদার মনি, সুজন শীল অজয়সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে সর্বস্তরের সহযোগিতা অপরিহার্য। সার্বজনীনতা বজায় রাখতে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করবে।”
শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও পড়ুনঃ লামায় ফাঁসিয়াখালিতে অবৈধ বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান, পালিয়ে গেলো চক্রের সদস্যরা
Leave a Reply