শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং শেরপুর প্রেসক্লাবের (একাংশ) দপ্তর সম্পাদক মারুফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শেরপুর প্রেসক্লাব (একাংশ)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় শেরপুর শহরের হাশিম গেস্ট হাউসে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।
সভায় সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,জি এইচ হান্নানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়,বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের ওপরও সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
সভাপতি এস এম শহিদুল ইসলাম বলেন,একজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল বলেন,সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে,যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এভাবে আক্রান্ত না হন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত নিন্দা প্রস্তাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে কৃষি প্রযুক্তি-গ্রীষ্মকালীন তরমুজ-চাষে কৃষকের মুখে হাসি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.