আমির হোসেনঃ বেগম খালেদা জিয়ার রায়কে বাধাগ্রস্ত করার অভিযোগে নলছিটি থানা পুলিশের দায়েরকৃত বিশেষ ট্রাইবুনাল ১৯/৯ মামলায় অব্যহতি পেলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী , সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন এর ১২ নেতাকর্মী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( বিশেষ ট্রাইবুন্যাল -২) এ আসামীদের পক্ষে চার্জ গঠন থেকে অব্যহতির জন্য শুনানীতে অংশ নেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং আসামী পক্ষে নিয়োজিত কৌশলী ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।
আদালতে শুনানি শেষে সকল আসামীদের মামলার দায় থেকে অব্যহতির আদেশ প্রদান করেন। মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রচারের দিন ধার্য্য ছিল। ঐ রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী করতে সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারী একযোগে রায় বাধাঁগ্রস্থ করার মিথ্যা ও গায়েবী অভিযোগে মামলা দায়ের করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করে। পরবর্তীতে ২০১৮ সালের রাতের ভোট নির্বিগ্নে করার জন্য সারা বাংলাদেশর বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার করে এসকল মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়। মামলায় চার্জ গঠনের মত কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মামলার অভিযোগ গঠন থেকে অব্যগতি প্রদান করেন।
আরও পড়ুনঃ টেকনাফে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক ৩
Leave a Reply