মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে ছেলে খোরশেদ আলমের (৫৫) কুরালের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানশাইল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়,পারিবারিক জমি নিয়ে বিরোধের একপর্যায়ে খোরশেদ তার মা ওমেছাকে ধারালো কুরাল দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন,পরে শেরপুর জেলা সদর হয়ে ময়মনসিংহ মেডিক্যালে স্থানান্তর করা হয়।
এদিকে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতেই পুলিশ ঘাতক ছেলে খোরশেদকে আটক করে। ঝিনাইগাতী থানার ওসি মো.আল আমিন জানান, আহতের ছোট ছেলে খাইরুল ইসলাম বাদী হয়ে বড় ভাই খোরশেদকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক খোরশেদকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.