মোঃ মোরশেদ আলম চৌধুরী: বান্দরবান জেলার লামায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী এবং একজন স্থানীয় পুরুষ রয়েছেন।
রবিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। স্থানীয়দের খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লামা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পাহাড়ি এলাকায় মাদক বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর: শেরপুরে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস চাপায় নিহত ২, আহত ৪
Leave a Reply