ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনসার সদস্য শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাকিল হোসেন মারা যান।
নিহত শাকিল হোসেন ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।সে বিভিন্ন সরকারি এবং জাতীয় অনুষ্ঠান বা নির্বাচনে আনসার সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করে থাকেন।
এ ঘটনায় গ্রেপ্তার কৃতরা হলেন মো: খাদেম আলী (৫৫),মো:মিজানুর রহমান (৫৫) ও মিয়াজ উদ্দিন (৪০)।
নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, খাগাইল গ্রামের মুকুল,রুবেল গংদের সঙ্গে শাকিল হোসেন গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একাধিক মামলাও হয়েছে।শুক্রবার রাতে শাকিল হোসেন খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে পূজামণ্ডপ দেখে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন মুকুল গংরা।
এতে শাকিলের মাথা ও বুকে রিক্তাক্ত জখম হয়।তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলা কারিরা পালিয়ে যায়।পরে তাকে মুমূর্ষ অবস্থায় রাতেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শাকিলের অবস্থা আশংকা জনক দেখে চিকিৎসাধীন ডাক্তার তাকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান শাকিল হোসেন।
এ ঘটানায় নিহতের মামা সোহরাব হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের এ শাকিল কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে। তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।অন্য আসামীদেরও ধরার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ নরসিংদীতে হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.