স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ বিশেষ অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০ লক্ষ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এসময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
📍 শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিংথুই পাড়ার হ্লাথোয়াইছা মার্মার সেমি পাকা টিনসেড ঘরে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— উছাইয়ে মার্মা (১৫), হ্লাথোয়াইছা মার্মার মেয়ে মাচিংওয়াং মার্মা (৮০), মৃত মংপ্রছিং মার্মার মেয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা পরষ্পর যোগসাজশে অবৈধ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ ঘরে মজুদ করে রেখেছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।”
আরও পড়ুনঃ শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.