স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
চকরিয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চকরিয়া পৌর শহরের নিকটবর্তী মাতামুহুরি সেতুর দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সেখানে তার মৃত্যু হয়।
নিহত গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর-হাজিয়ান এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয় দীঘির পাড়ে টমটম (ইজিবাইক) ব্যবসা করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে
আরও পড়ুনঃ নরসিংদীতে দিনেও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.