শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন অর্থের বিনিময়ে পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল এর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ড বাজনাব এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড মাহমুদুল হাসান বাবুল বলেন, ওইদিনের জমি সংক্রান্ত সালিশে আমি আইনজীবী হিসেবে উপস্থিত ছিলাম। আর আমি খবর পেয়েছি ৫ লক্ষ টাকা খেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন আমাকে ১ নাম্বার আসামি করে মিথ্যা একটা মামলা করেছে। এই ওসির অপসারণ চাই।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, ষড়যন্ত্র করে কোনো তদন্ত ছাড়াই বাবুল মৈশানের নামে মিথ্যা মামলা রুজু করেছে ওসি আফজাল হোসাইন । মঙ্গলবারের মধ্যে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনকে অপসারণ না করলে কঠোর আন্দোলন করা হবে।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মুন্সীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সেলিম মোল্লা, প্রচার সম্পাদক সালমান মুন্সী, শিবপুর পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাঈনুদ্দিন প্রধান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মুন্সী প্রমুখ।
আরও খবর: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লামায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
Leave a Reply