মোঃ মোরশেদ আলম চৌধুরী: বান্দরবান জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসর নামাজের পর মডেল মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাজী মোঃ ইব্রাহিম, আমীর, লামা উপজেলা। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ফারুক আহমেদ, সাংগঠনিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা। বক্তব্য রাখেন ডাক্তার ফরিদুল আলম, জাকারিয়া হেলালি, মোঃ আকবর, মোঃ আলী নোমানী, মুহাম্মদ সরওয়ার আলম ও মোঃ হাশেম।
বক্তারা ৫ দফা দাবির ওপর জোর দেন:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের আহ্বান জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.