নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃদিনাজপুরে ৪১তম ও ৪৩ তম বিসিএস-পুলিশ এর ২০জন শিক্ষানবিশ সহকারী-পুলিশ সুপারগণের শিক্ষা সফর বাংলাদেশ পুলিশ একাডেমি,
সারদা,রাজশাহীতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস পুলিশ-এর ২০জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শিক্ষা সফরের অংশ হিসেবে #দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ জেলা #পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। সভায় পুলিশ সুপার শিক্ষানবিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারাই আগামী দিনের বাংলাদেশ পুলিশের নেতৃত্ব। সততা,শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আধুনিক সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে তুলতে হবে। দেশের প্রতি অগাধ নিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন। শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষানবিশ কর্মকর্তারা দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা কান্তজির মন্দির পরিদর্শন করেন। এর মাধ্যমে তাঁরা দিনাজপুর জেলার ভৌগোলিক বৈশিষ্ট্য,অর্থনৈতিক সম্ভাবনা,
ঐতিহাসিক ঐতিহ্য ও সামাজিক বৈচিত্র্য প্রত্যক্ষ করার পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কর্মকাণ্ডের বহুমাত্রিক চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ সংক্ষিপ্ত ধারণা লাভ করেছেন অনেকেই।
Leave a Reply