বশির আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি।: আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ শিবপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার কলেজগেইট এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুদান বিতরণ করা হয়। মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭২ টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫,৫০০/- টাকা করে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,
শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অশিম কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.