মোঃ মোরশেদ আলম চৌধুরী:লামা (বান্দরবান), বুধবার, ২৪ সেপ্টেম্বর:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে বৃহৎ সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এর ফলে হাসপাতালের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের অবসান ঘটেছে এবং রোগীরা উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
ডা: গোলাম মোস্তফা নাদিমের উদ্যোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিমের ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসেন। তার ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ফলে এখন বিদ্যুৎ না থাকলেও হাসপাতালে আলো ও সেবার কোনো ব্যাঘাত ঘটছে না।
ভরসাস্থল লামা স্বাস্থ্য কমপ্লেক্স- লামা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ও আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। বিদ্যুৎ সমস্যার কারণে এতদিন রোগীদের, বিশেষ করে ভর্তি রোগীদের, চরম দুর্ভোগ পোহাতে হতো।
উন্নত সেবার আশা- ডা: নাদিম জানান, বিদ্যুৎ সমস্যার পাশাপাশি হাসপাতালের জনবল সংকট ও অন্যান্য সমস্যার সমাধানেও তিনি কাজ করছেন। এ জন্য তিনি নিয়মিতভাবে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও চিঠি পাঠাচ্ছেন। তার বিশ্বাস, সকলের সহযোগিতা পেলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও মানসম্মত সেবাকেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে।
জনগণের সন্তুষ্টি- এই উদ্যোগে স্থানীয় জনগণ ও হাসপাতালের স্টাফরা স্বস্তি প্রকাশ করেছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান হওয়ায় রোগীরা এখন আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিতে পারছেন।
আরও খবর: শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
Leave a Reply