এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নের হরি তলা মন্দিরে এক চাঞ্চল্যকর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় জনমনে নেমে এসেছে উদ্বেগ আর শঙ্কার ছায়া।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার বহুল পরিচিত মানসিক প্রতিবন্ধী মনজের আলী, যাকে সবাই চেনে "মঞ্জের পাগল" নামে।
ধীরে ধীরে প্রবেশ করছে মন্দিরে। এরপর যেন এক শীতল আতঙ্ক। সে একে একে দুর্গাপূজার প্রতিমার মাথা ভে/ঙে ফেলে দিচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতীককে এভাবে ক্ষতিগ্রস্ত করার ঘটনা মুহূর্তেই আলোড়ন তোলে এলাকায়।
স্থানীয়দের ভাষ্যমতে, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্রমূলক প্ররোচনা—এ প্রশ্ন এখনো উত্তরহীন। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।
এদিকে ঘটনাস্থলে শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ শৈলকুপার মানুষ এ ঘটনায় বিস্মিত ও ব্যথিত। তাদের প্রত্যাশা—তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।
আরও খবর:চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.