গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা, ময়নুল হাসান সাদিক গতকাল সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশের প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক। আর অনুষ্ঠানটি ৮নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,
পলাশবাড়ী উপজেলা শাখার বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছামাদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ প্রধান আন্জু মিয়া, সেচ্ছাসেবীক দল পলাশবাড়ী উপজেলা শাখার আহবায়ক মোঃ মমিন মিয়া, উপজেলা সদস্য সচিব লিপিএস জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মিলন মিয়া, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান,
সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ রানা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাজেদ মন্ডল, “বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের কারণে দেশ আজ গভীর সংকটে পড়েছে। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ব্যাপক কাজ করছে এবং করবে এ সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তারা আরও বলেন, জনগনের মুল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
এ কর্মী সমাবেশে জেলা ও উপজেলাসহ তৃনমুল বিএনপির বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী সমাবেশ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বিএনপিকে কাঁধে কাঁধে কাঁধ মিলেে অপশক্তিকে দমনসহ শক্তিশালী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও খবর:বকশীগঞ্জে আইনজীবী ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.