সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীনিধি রেল স্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন দেখা যায়নি। আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও খবর: পলাশবাড়ীর মনোহরপুরে কর্মী সমাবেশে জেলা বিএনপি সভাপতি ডা.ময়নুল হাসান সাদিক
Leave a Reply