জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে (৩০ বিজিবি) ব্যাটালিয়নে অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা। এসময় এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করলে চালক প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে চালকের সিটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবার চালান উদ্ধার হয়।
আটককৃত চালক উমর রাহিন আরফাত (২৬)। তিনি চট্টগ্রামের চাঁন্দগাঁও পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিম ছেলে। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে জানান, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার অলি আহম্মদের ছেলে মো. রশিদ (৪০) এই চালানটির মূল হোতা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় শুধু সতর্ক নয়, বরং চোরাচালান, মাদকদ্রব্য ও সীমান্ত অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মরিচ্যা চেকপোস্ট দেশের অন্যতম সুনামধন্য চেকপোস্ট, যেখানে প্রতিনিয়ত ইয়াবা, অস্ত্রসহ নানা চোরাচালান প্রতিহত করা হচ্ছে। এ অভিযানের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করেছি, সীমান্ত নিরাপত্তায় বিজিবি অটল ও আপসহীন।
তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হবে।
আরও খবর:চাঁপাইনবাবগঞ্জের উজিরপুরে সানাউল্লাহ এর অনুদান বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.