মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়া কান্দি আলিমিয়া শেখের পুত্র মাহফুজ শেখে (৪০) এর মরদেহ উদ্ধার করে স্থানীয় জন সাধারন।
মোল্লাট উপজেলা সাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বোলে ঘোষনা করেন। স্বজনদের দাবী তাকে পুর্ব পরি কল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম বোয়ে চোলেছে,
মৃত মাহফুজ শেখ একজন ঘের ব্যাবসায়ী তাকে পুর্ব শত্রুতার জের ধোরে হত্যা করা হয়েছে বলে তার স্বজনদের দাবী।
তথ্য সুত্রে যানা যায় মাহফুজ পাঁচ ভাই তাদের সংসারের গার্জিয়ান ছিলো মাহফুজ,
এ বিষয় মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ জনাব ফজলুর রহমান কে জানতে চাইলে তিনি বলেন মরদেহ ময়না তদন্ত শেষে অভিযোগ পেলে সঠিক পদক্ষেপ গ্রহন করা হবে,
মোল্লাহাট থানা পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছেন।
আরও পড়ুন:যশোরের ৭০৫ মন্দিরে সিসি ক্যামেরা
Leave a Reply