নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ
দিনাজপুরের
বীরগঞ্জে সু-শিক্ষার আশ্রয়ণে-৩৮৭ শিশুর মুখে হাসি-
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
জনাব তানভীর আহমেদ। এলাকার লোকজন অন্য জায়গার চেয়ে পিছিয়ে আর থাকবে না। তারা জানিয়েছেন বেশিরভাগ বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাদের ছেলে-মেয়েদের লেখা-পড়া ভালো করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
স্কুল-সময়ের আগে-পরে তাদের বিশেষ পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের ২ ঘণ্টা ইংরেজি পড়া শেখানোর চেষ্টায় উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টান্ত স্থাপন। তাদের দারুণ সাড়া পাওয়া গেছে। এক মাস আগে তারা বেশি দুর্বল ছিল, অনেকটাই-শহরের অনেক স্কুলের চেয়ে তাদের ভালো সাড়া দিতে দেখা যাচ্ছে। আমাদের এসব হীরার টুকরো সন্তানেরা যদি কাজ না শেখে, তারা যদি লেখা-পড়া না করে তাদের সমাজে দাঁড়ানোর জায়গা থাকবে না। তাদের মনের ভিতরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিতে হবে,তবেই তারা পথের সন্ধান পাবে। দৃষ্টান্ত স্থাপনে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর আহমেদ।
উল্লেখ্য যে,
বীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিশ্রমের জন্য ধন্যবাদ এবং তাদের ৫০ জনকে সুন্দর স্কুল ব্যাগ উপহার দেওয়ার
জন্য কৃতজ্ঞতা।
আরও পড়ুনঃ দিনাজপুরে ফুটবল টিমের পেশাজীবী জিলা স্কুল মাঠে- জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম
Leave a Reply